বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

বুধবার, জানুয়ারী ৮, ২০২৫

প্রিন্ট করুন

লন্ডন, যুক্তরাজ্য: যুক্তরাজ্যে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে তাকে ভর্তি করানো হয়। এখন তার প্রাথমিক চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং তার সফরসঙ্গী ডাক্তার আল মামুন ওভার টেলিফোনে বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক ছাড়াও পরিবারের সদস্য উপস্থিত আছেন।’

এর আগে, বাংলাদেশ সময় বুধবার দুইটা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর টার্মিনালে খালেদা জিয়ার স্বাগত জানান ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। সেখানে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। পরে বিএনপির চেয়ারপারসনকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।