লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খবর বিবিসির।
শনিবার (২১ জানুয়ারি) রাত দশটায় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে মোনাটারি পার্কে হামলার এ ঘটনা ঘটে।
লুনার নব বর্ষ উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ পার্কটিতে জড়ো হয়েছিলেন। দুই দিনের চন্দ্র নব বর্ষ অনুষ্ঠানে আসা মানুষ পুরো দিন চীনের বিশেষ খাবার, গয়না ও অন্যান্য পণ্য কেনাসহ বিভিন্ন আয়োজন নিয়ে উৎসবে মেতে ছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘তিনজন লোক দৌড়ে তার রেস্তোরাঁয় প্রবেশ করে ও দরজা বন্ধ করতে বলেন।’
কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।
গুলির ঘটনায় পুলিশ কোন মন্তব্য করেনি ও সন্দেহভাজন ব্যক্তি আটক হয়েছেন কিনা, তাও জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।