রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

লাওসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার, জুলাই ২৬, ২০২৪

প্রিন্ট করুন

বেইজিং, চীন: চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই লাওসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের আলোচনার ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছে। সংবাদ এএফপির।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং লাওসে বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

মাও বলেন, ‘এ দুই শীর্ষ কূটনীতিক সংশ্লিষ্ট অভিন্ন বিষয় নিয়ে মতামত বিনিময় করবেন।’

তবে, কখন এ বৈঠক হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

এ দিকে, বৃহস্পতিবার (২৫ জুলাই) ওয়াং লাওসে আসিয়ান আলোচনার ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ইউক্রেনের শীর্ষ স্থানীয় কূটনীতিক দিমিত্রো কুলেবার সঙ্গে চীনে ওয়াংয়ের আলোচনার এক দিন পর এ বৈঠক হয়।