সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫

শিরোনাম

লিড এফআই পেয়েছেন ইমিগ্র্যান্ট হোম কেয়ারের গিয়াস আহমেদ

সোমবার, জুন ১৯, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ লিড এফআই পেয়েছেন। লিড আরএফ পেয়েছে কমিটেড হোম কেয়ারও।

গিয়াস আহমেদ দীর্ঘ দিন ধরে সততার সাথে হোম কেয়ার ব্যবসায়ের সাথে জড়িত।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ডিপার্টমেন্ট অব হেলথের সব নিয়ম-কানুন মেনে চলছি। সব অডিটে শতভাগ রেজাল্ট পেয়ে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার টপ এজেন্সি হিসেবে স্থান করে নিয়েছে।’

তিনি বলেছেন, ‘যারা লিড এফআই পান নি, তারা সাব কন্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে ব্যবসায় করতে পারবেন।’

রাজনীতিবিদ গিয়াস আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। কমিউনিটিতে একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি রাজনীতিবিদ হিসেবেও খ্যাতি রয়েছে তার।

বলে রাখা ভাল, কমিটেড হোম কেয়ার ও ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের মোট ১২টি শাখা বিভিন্ন এলাকায় কাজ করছে।