নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: লিবার্টি রেনুভেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আজাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১০ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বারি হোমকেয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসেফ বারি টুটুল, গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ, ডাক্তার খন্দোকার মাসুদুর রহমান ও ব্যবসায়ী লোকমান শিপন অভিযোগ করে বলেন, ‘মোহাম্মদ আজাদ একজন প্রতারক ও অসৎ মানুষ। মোহাম্মদ আজাদ আমাদের কাছ থেকে বাড়ি সংস্কারের কথা বলে অগ্রিম অর্থ নিয়ে কাজ করেননি।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মোহাম্মদ আজাদ বাড়ির সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না করেই বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজাদের কাজের দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়েও প্রশ্ন তোলা হয়।
‘জেবিবিএ’র নেতা গিয়াস আহমেদ ও হারুন ভূইয়া, নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের এশিয়া বিষয়ক এডভাইজার ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার ও নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।