শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

লোহিত সাগরে সর্বশেষ সংঘর্ষে হুতি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

রবিবার, মার্চ ১৭, ২০২৪

প্রিন্ট করুন

ইয়েমেন: যুক্তরাষ্ট্র শনিবার (১৬ মার্চ) লোহিত সাগরের দিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্বারা ছোঁড়া একটি ড্রোন গুলো করে ধ্বংস করেছে এবং এ ছাড়াও তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে পোস্টে বলেছে, ‘শনিবার (১৬ মার্চ) সকালে হুতিরা লোহিত সাগরের দিকে দুইটি ড্রোন ছুঁড়েছে। লোহিত সাগর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যেখানে ইরান-সমর্থিত বিদ্রোহীরা গেল চার মাসে কয়েক ডজন হামলার লক্ষ্যবস্তু করেছে।’

সেন্টকম বলেছে, ‘একটি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং অন্যটি লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

হুতিরা এর পূর্বে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারে ড্রোন হামলার দাবি করার পরে এইবিবৃতিটি আসে এবং এতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাদের হামলাটি লক্ষ্য অর্জন করেছে বলে জানানো হয়।