রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

‘শাটডাউন’ মোকাবেলায় দেশব্যাপী ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ পুরো দেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন’ দেশব্যাপী ‘শাটডাউন’ ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শাটডাউন চলাকালে দেশজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে সে ব্যাপারে জানানো হবে বলেন শরিফুল ইসলাম।