শিকাগো, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের শিকাগো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি ডুপেজে একটি পার্কিং লটে জুনটিন্থ উদযাপনের জন্য এক দল লোক জড়ো হলে, সেখানে গুলিতে অন্তত একজন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। খবর সিনহুয়ার।
ডুপেজ কাউন্টির ডেপুটি শেরিফ এরিক সোয়ানসনকে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানায়, রোববার (২৩ জুন) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের কিছু আগে (গ্রিনীচ মান সময় ০৫৩০ টায় ) সেখানে গোলাগুলির ঘটনা ঘটে।
কিছু ভুক্তভোগীকে ডুপেজে হাসপাতালে ভর্তি করা হয় ও বেশ কয়েকজন নিজেরাই হাসপাতালে ভর্তি হয়। নিহতের বয়স ও নাম এখনো প্রকাশ করা হয়নি। কে বা কারা গুলি চালিয়েছে, সে সম্পর্কিত কোন তথ্যও প্রকাশ করা হয়নি।
এরিক সোয়ানসন বলেন, ‘কী কারণে গুলি চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।’
একজন প্রত্যক্ষদর্শী জানান, জুনটিন্থ উদযাপনের জন্য লোকজন জড়ো হলে সেখানে গুলি শুরু হয়।
বলে রাখা ভাল, জুনটিন্থ আনুষ্ঠানিকভাবে ক্রীতদাস আফ্রিকান আমেরিকানদের মুক্তির স্মরণে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় স্বাধীনতা দিবস ও ফেডারেল ছুটির দিন। ১৮৬৫ সালের ১৯ জুন টেক্সাসে ক্রীতদাসদের জন্য স্বাধীনতা ঘোষণা করা হয়। জুন ও উনিশের সংমিশ্রণ থেকে দিবসটির এমন নামকরণ করা হয়েছে।