মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শিক্ষা/অবশেষে পদত্যাগ করলেন চবির উপাচার্য আবু তাহের

সোমবার, আগস্ট ১২, ২০২৪

প্রিন্ট করুন
মো. আবু তাহের

হাটহাজারী, চট্টগ্রাম: অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের।

সোমবার (১২ আগস্ট) তার পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ।

এর আগে, রোববার (১১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর অব্যাহতির আবেদন করেন মো. আবু তাহের।

অব্যাহতি পত্রে তিনি লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) বিভাগে প্রফেসর (গ্রেড-১) পদে যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

গেল ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন সদ্য পদত্যাগকৃত মো. আবু তাহের।

এর পূর্বে, পদত্যাগ না করায় রোববার (১১ আগস্ট) চবির উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিল শিক্ষার্থীরা।

এ দিকে, শনিবার (১০ আগস্ট) শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়টির পুরো প্রক্টরিয়াল বডি ও তিনটি হলের প্রাধ্যক্ষ।