চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের সংগঠন চৌদ্দগ্রাম স্টুডেন্ট’স সলিডারিটির (সিএসএস) নয়া কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মো. সৌরভ হোসেন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এআর মহসিন।
রোববার (২৬ মে) এ কমিটি গঠন করা হয়। নয়া কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এ নিয়ে মো. সৌরভ হোসেন বলেন, ‘চৌদ্দগ্রাম স্টুডেন্ট’স সলিডারিটি চবিতে চৌদ্দগ্রামের ছাত্র-ছাত্রীদের একক ও নির্ভরযোগ্য একটি সংগঠন। চবিতে সব সময় উদ্ভাবনী ও ব্যতিক্রমী কিছু করে- এমন ছাত্র সংগঠন হিসেবে সিএসএস অত্যন্ত সুপরিচিত। আমাদের প্রচেষ্টা থাকবে সংগঠনটির সুনাম অক্ষুণ্ণ রেখে মেধা, মনন ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখে ভাল কিছু উপহার দিতে৷’
এআর মহসিন বলেন, ‘চবি পড়ুয়া চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের এ সংগঠন চৌদ্দগ্রামের শিক্ষার্থীদের একটি পরিবারে অন্তর্ভুক্ত করে। এটি শিক্ষা ও সংস্কৃতির ধারক ও বাহক। শিক্ষকমণ্ডলী ও সিনিয়রদের নতুন গঠিত কমিটির উপর যে বিশ্বাস, তা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও একাগ্রতার নিশ্চয়তা দিচ্ছি। সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।