হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। তিনি আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩০ মে) বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।
এ নিয়ে রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘চাকসু কেন্দ্রের পরিচালক পদে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আমি ইতিমধ্যে যোগ দিয়েছি৷ আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, এ জন্য সকলের সহযোগিতা চাই।’
রেজাউল করিম এর পূর্বে চবির অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রাধ্যক্ষ, প্রক্টর (ভারপ্রাপ্ত), সহকারী প্রক্টর, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক, চবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।