রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

শিক্ষা/৮ ডিসেম্বরই হবে চবির পঞ্চম সমাবর্তন

রবিবার, মে ৫, ২০২৪

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আগামী ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এ সমাবর্তন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় -২ অধিশাখার যুগ্মসচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আগামী ৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের অনুমতি ও সভাপতিত্ব করার সম্মতি দিয়েছেন।’

মো. আবু তাহের চবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই গেল ১৬ এপ্রিল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সমাবর্তনের সম্ভাব্য তারিখ ৮ ডিসেম্বর হবে বলে উল্লেখ করেছিলেন।

বলে রাখা ভাল, চবির প্রতিষ্ঠার দীর্ঘ ৫৮ বছরে সমাবর্তন হয়েছে মাত্র চার বার। সর্বশেষ ২০১৬ সালে চতুর্থ বারের মত উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সময় সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়।