বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শিবিরের কমিটিতে নাম: যা বললেন পূজা চেরি

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, অধিকাংশই সফল ও দর্শকমহলে প্রশংসিত। আর দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই অর্জন করে নিয়েছেন তারকা খ্যাতি।

সাধারণত তারকাদের নিয়ে বিভিন্ন সময় চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যতীত প্রেম-ভালবাসার গুজব ও অপতথ্য ছড়িয়ে থাকে। বহু সময় আবার রাজনৈতিক দলে জড়িয়ে পড়ারও বিভিন্ন কথা ভেসে বেড়ায়। এবার এমনই এক গুজবের কবলে পড়েছেন চিত্রনায়িকা পূজা চেরি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। যা কেবলই মিথ্যা ও ভুয়া তথ্য। এ নিয়ে কথা বলেছেন এ নায়িকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে ব্যাপারটি স্পষ্ট করেছেন ‘দহন’ খ্যাত এ নায়িকা।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোন রিউমরস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমরস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে।’

‘কিন্তু, আজকে যে বা যারা এই রিউমরসটা ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত। এটা শুধু রিউমরস পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোন রিউমরস করা আসলে উচিত না, যেই রিউমরস জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ওপর প্রভাব পড়ে।’

সবশেষ বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি ও উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’