সোমবার, ২০ মে ২০২৪

শিরোনাম

শুক্রবার টিআইসিতে ‘চার অধ্যায়’ নাটকের প্রদর্শনী

শনিবার, সেপ্টেম্বর ৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: কথক নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘চার অধ্যায়’ নাটকের প্রদর্শনী আগামী ৯ সেপ্টেম্বর (শুক্রবার) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে।

এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। এ নাটকের ঘটনাকাল বৃটিশ শাসনের পরাধীনতার শৃঙ্খলের দিনগুলি। আর সেই রক্তাক্ত পটের উপরই দুইজন মানুষের ভালবাসা। এ ভালবাসা সহজ প্রকাশের পথ পায় নি। তাই এর প্রকাশ ঘটে সাধারণ স্বাভাবিক জীবনের অতিরিক্ত আবেগে। এ দুইটা মানুষ যেন তাদের মধ্যে তাদের চেয়েও বড় যে আবেগগুলো রয়েছে, সেইগুলোর তুফানে তছনছ হয়ে যাচ্ছে। খুঁজে ফেরে কে প্রকৃত দেশপ্রেমী? কোন সত্যের উপর দাঁড়িয়ে মুক্তি অর্জন সম্ভব? উত্তর খুঁজতে খুঁজতে বৃটিশ উপনিবেশবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া গুপ্ত স্বদেশী সংগঠনের দুই নর-নারীর প্রচন্ড আবেগ একটি অনুনাদিত পরিণতির দিকে এগিয়ে যায়।

উপন্যাসটির নাট্যরূপ করেছেন শম্ভু মিত্র ও নাটকটি নিদের্শনা দিয়েছেন বিক্রম চৌধুরী।

নাটকটির কলাকুশলীরা হলেন- মঞ্চ ও আলোক পরিকল্পনায় বিক্রম চৌধুরী, পোষাক পরিকল্পনায় শর্মিলা চৌধুরী, সঙ্গীত পরিকল্পনায় শাহীন চৌধুরী, আলোক প্রক্ষেপণে শফিকুর রহমান, আবহ সংগীতে মো. নাসির উদ্দিন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শাহীন চৌধুরী, বেদারুল হোসেন খোকন, কেয়া রায়, বিক্রম চৌধুরী, কেশব রায় ও জানে আলম টিটু।

টিকেট শো দিন কাউন্টারে পাওয়া যাবে। বিস্তারিত জানতে ০১৯৩৭ ১৫ ৩১ ৩১ এ নম্বরে যোগাযোগ করা যাবে।

প্রেস বার্তা