বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

শুক্রবার টিআইসিতে নারীস্বরের কবিতা পাঠ ও রবীন্দ্রনাথের গান

বৃহস্পতিবার, জানুয়ারী ২৬, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: খড়িমাটির উদ্যোগে শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে ‘জীবনের ভাষা’ নারীস্বরের কথা, গান ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে।

এতে অতিথি আলোচক থাকবেন কবি ও নাট্যজন অভীক ওসমান, কবি ও প্রাবন্ধিক রিজোয়ান মাহমুদ, আইনবিদ ও মানবাধিকার কর্মি জিয়া হাবীব আহসান, কবি ও চিকিৎসক ভাগ্যধন বড়ুয়া।

স্বরচিত কবিতা পাঠ করবেন কবি শুক্লা ইফতেখার, সেলিনা শেলী ও সাজিয়া আফরিন।

বিশেষ আয়োজনে রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন ভারতের সঙ্গীত শিল্পী অজিতা গুহ।

প্রেস বার্তা