মঙ্গলবার, ২১ মে ২০২৪

শিরোনাম

‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত

বুধবার, মে ১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মঙ্গলবার (৩০ এপ্রিল) ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উপভোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার সাংসদ শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সাবেক সাংসদ সুবর্ণা মুস্তফা, স্পিকারের স্পাউজ ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।

শিরীন শারমিন চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।

সাইকোলজিক্যাল থ্রিলার ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।

মহরত অনুষ্ঠানে চলচ্চিত্রটি কেন্দ্রীয় চরিত্র নীলাঞ্জনা নীলা ও সোহলে মন্ডলসহ ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনী, শুভাশিষ ভৌমিক, সাজু খাদেম উপস্থিত ছিলেন।