বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

শিরোনাম

সংস্কৃতি কর্মী নাছরিন তমাকে স্মরণ করল বীজন নাট্য গোষ্ঠী

শনিবার, ফেব্রুয়ারী ৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বীজন নাট্য গোষ্ঠীর উদ্যোগে সংস্কৃতি কর্মী প্রয়াত নাছরিন আক্তার তমার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটির কর্ণেল হাটস্থ সংগঠনের কার্যালয়ে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এ সভার আয়োজন করা হয়।

নাট্যজন মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিল আবিদা আজাদ। সভাপতিত্ব করেন নাট্যজন জসিম উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন মরহুমা নাছরিন তমার মা জেবুন্নেসা চৌধুরী, বড় ভাই এসএম জাকারিয়া ও খালা তহুরা খান খান চৌধুরী, মানবাধিকার কর্মী শাহীন চৌধুরী, নাট্যজন আবুল কাশেম, কবি আরিফ চৌধুরী।

বক্তব্য দেন নারী উদ্যোক্তা সালমা আক্তার শীলা, গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক মো. তসলিম, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া, অভিনেত্রী নাসরিন হিরা, নাট্য কর্মী সায়েম উদ্দীন।

উপস্থিত ছিলেন অভিনেতা মোহাম্মদ আলী, সংস্কৃতি কর্মী জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, বীনা চৌধুরী, নারী উদ্যোক্তা উম্মে কুলসুম কেয়া, শিশু শিল্পী রাবেয়া জামান এঞ্জেলা প্রমুখ।

সভায় বক্তারা মরহুমা নাছরিন তমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, তার জন্য দোয়া চান। বক্তারা তার বাচ্চা মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য কিছু করার জন্য সবার প্রতি আহবান জানান।