বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সপ্তম বারের মত মিলনমেলা করল চবির ২৬তম ব্যাচ

রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬তম ব্যাচের সপ্তম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ মিলনমেলার প্রথম পর্বের অনুষ্ঠান শনিবার (২৪ ডিসেম্বর) চবির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল সাড়ে দশটায়টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতার ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিলনমেরা উদযাপন কমিটির আহবায়ক মো. মোরশেদুল আলম। ২৬তম ব্যাচের শিক্ষার্থী কংকন দাশের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসকান্দর সিরাজ ও সদস্য-সচিব শাহরিয়ার সিদ্দিকী।

উপাচার্য ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘চবির ২৬তম ব্যাচের এ মিলনমেলা উৎসবে পরিণত হয়েছে। সাবেক শিক্ষার্থীদের এ ধরণের মিলনমেলায় এক দিকে যেমন কর্ম জীবনের একঘেয়েমি দূরীভূত হয়, তেমনি পুরনো সতীর্থদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। চবির ২৬তম ব্যাচের এ মিলনমেলার মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের পরিবার-পরিজনদের মাঝে যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে, তা অভুতপূর্ব।’

তিনি ২৬তম ব্যাচসহ অন্য ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।

পরে ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্বাহ্নে চবির ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট ‘স্মরণ’ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে চবির সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে এসে শেষ হয়।