বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শিরোনাম

সম্মিলিত ব্রঙ্কসবাসীর সভা অনুষ্ঠিত

বুধবার, মে ১৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের সংগঠন সম্মিলিত ব্রঙ্কসবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১২ মে) সন্ধ্যায় স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে ও শামীম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মোমিন মজুমদার, মাহবুব আলম, আব্দুল মুহিত, মোশাহিদ চৌধুরী, শেখ শফিকুর রহমান, কামরুজ্জামান বশির, শামসুল আলম দিদার, এন ইসলাম মামুন, কামাল উদ্দিন, জহিরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আবুল কাসেম, সামাদ
মিয়া জাকেরিন, আশরাফ চৌধুরী, আনোয়ারুল হক ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান লিটন, মোজাফ্‌ফর হোসেন, মাহবুব খান।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মাহবুব আলমকে আহ্বায়ক ও শামীম আহমেদকে সদস্য সচিব নির্বাচিত করে অনুষ্ঠান উদযাপন কমিটি গঠন করা হয় এবং সিদ্ধান্ত হয়, সম্প্রতি বাংলাদেশ সোসাইটি ইনকের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে ব্রঙ্কস থেকে নির্বাচিত জুনেদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া ও বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম হজে যাওয়া উপলক্ষে বিদায় জানানো।

এ উপলক্ষে আগামী ২১ মে বুধবার বিকেলে স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।