ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর ও নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
কমিটির প্রধান ও তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সরকারি চাকরিতে বয়সসীমার ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
আবদুল মুয়ীদ বলেন, ‘দেশের আর্থ-সামাজিক দিক বিবেচনা করে আমরা এটি সুপারিশ করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি। পৃথিবীর বহু দেশেই এটি বিদ্যমান আছে। নারীরা যাতে সব ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সে ব্যাপারটি বিবেচনায় নেয়া হয়েছে।’
সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গেল ৩০ সেপ্টেম্বর আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নারী পুরুষ নির্বিশেষে ৩০ বছর ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।