শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সরকারি ভাতার টাকা নিয়ে মুখ খুললেন সানি লিওন

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ছত্তিশগড়, ভারত: ভারতের ছত্তিশগড় রাজ্যে গত কয়েক বছর ধরে বিবাহিত নারীদের প্রতি মসে এক হাজার করে টাকা দেয়া হয়। মাহতারি বন্দন যোজনা প্রকল্পের আওতায় এই ভাতা দিয়ে আসছে। বিজেপি শাসিত সরকার এই বিশেষ সুবিধা নিয়ে এসেছিল। নারীদের জন্য এই প্রকল্প চালু করা হলেও কয়েক দিন আগে হঠাৎই জানা যায়, সানি লিওনের নামে সরকারি এই ভাতা ঢুকছে।

এ ঘটনায় পরবর্তী জানা যায়, এক পুরুষ ব্যক্তি বলিউডের আলোচিত-সমালোচিত এই অভিনেত্রীর নাম ভাঙিয়ে প্রতি মাসে প্রকল্পের অর্থ নিচ্ছেন। এ ব্যাপারে পুলিশ জানায়, প্রতারণাকারী ব্যক্তির নাম বীরেন্দ্র জোশি। তিনি অভিনেত্রীর নামে অ্যাকাউন্ট খুলে সরকারের অর্থ আত্মসাৎ করছিলেন।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের তালুর গ্রামে ঘটেছে এ ঘটনায়। যা প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠে প্রশাসকদের। পরে যেসব সরকারি কর্মকর্তারা তথ্য ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

জেলাশাসক হরিশ এস এ ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি কোন বিচ্ছিন্ন ঘটনা, নাকি অন্য কোন চক্র জড়িত আছে, ওই অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে- সেটিও তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

এ দিকে, এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘ছত্তিশগড়ের প্রতারণার ঘটনা জানার পর হতাশ হয়েছি। সেখানে আমার পরিচয় ও নাম মিথ্যাভাবে ব্যবহার করা হয়েছে। নারীদের সুবিধা দেয়ার জন্য তৈরি করা প্রকল্পে কীভাবে প্রতারণা হয়? আমি এর তীব্র নিন্দা জানাই এবং কর্তৃপক্ষকে এর সঠিক তদন্তের জন্য অনুরোধ করছি।’