শনিবার, ১৭ মে ২০২৫

শিরোনাম

সরকারের চরম অব্যবস্থাপনাই নিপা পালিতের অকাল মৃত্যুর কারণ

সোমবার, আগস্ট ৭, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: পরীক্ষায় অংশ নিতে গিয়ে বৃষ্টির পানিতে ডুবে মারা যায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার এক নম্বর ওয়ার্ড ফতেয়াবাদ গ্রামের উত্তম পালিতের মেয়ে নিপা পালিত। সোমবার (৭ আগস্ট) হাটহাজারী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী নিপা ব্যবস্থাপনা চতুর্থ পত্র পরীক্ষা দিতে বের হয়ে অকালে প্রাণ হারান। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি মিড়িয়া সেল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মীর হেলাল।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় গণ মাধ্যমে পাঠানো শোকবার্তায় মীর হেলাল বলেন, ‘নিপা পালিতের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সরকারের চরম অব্যবস্থাপনাই নিপার অকাল মৃত্যুর কারণ। সরকার অপরিকল্পিতভাবে বিভিন্ন ভবন নির্মাণ ও ড্রেজিং ব্যবস্থা অকার্যকর থাকার কারণে অল্প বৃষ্টিতেই পানিতে ডুবে যায় এলাকা। প্রতি বছর বৃষ্টি হলেই এলাকাবাসী সীমাহীন দুর্ভোগের শিকার হয়। সরকার শুধু লুটপাট আর দুর্নীতি করে নিজেদের সম্পদবৃদ্ধি ও নিজেদের আর্থিক উন্নয়নে ব্যস্ত। জনগণের উন্নয়নের বিষয়ে তাদের কোন ভাবান্তর নেই। হাটহাজারী উপজেলা পরিষদ ও পৌরসভা প্রশাসন চরম অযোগ্যতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী হাটহাজারী মানুষের পাশে বিএনপি সহযোগিতায় এগিয়ে আসে। বিএনপি সব সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ ও নগদ অর্থ দিয়ে আসছে। আগামীতেও হাটহাজারী জনগণের যে কোন দুর্যোগ মুহূর্তে বিএনপি পাশে থাকবে ইনশাআল্লাহ। জনগণ থেকে বিচ্ছিন্ন বলে সরকার বা সরকারদলীয় লোকজন কোন দুর্যোগ বা বিপদে জনগণের পাশে থাকার কোন ইচ্ছা বা ভ্রূক্ষেপ নেই।’

মীর হেলাল বলেন, ‘নিপা পালিতের মত আর কেউ যেন এভাবে অকালে প্রাণ হারাতে না হয়, সে কামনা করি। শোকাহত পরিবার ও এলাকাবাসীর প্রতি সমবেদনা জানাচ্ছি।’