শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

সরকার দেশকে ফোকলা করে দিয়েছে

শুক্রবার, আগস্ট ২৬, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘বর্তমান সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, বেড়েছে বাস ভাড়াও। দেশে চরম অথনৈতিক সংকট বিরাজ করছে। সরকার দেশকে ফোকলা করে দিয়েছে। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। অতি দ্রুত যদি এ সরকারকে বিদায় করতে না পারি, তাহলে ৭৪ সালের চেয়েও ভয়াবহ দুর্ভিক্ষ বিরাজ করবে। দুর্ভিক্ষ আসার আগেই এ সরকারের পতন ঘটাতে হবে।’

শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে সিটির চকবাজার মতি টাওয়ারের সামনে চক বাজার থানা বিএনপির কেন্দ্র ঘোষিত গণ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং ও ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি চকবাজার মোড় থেকে শুরু করে অলিখা মসজিদ মোড়, তেলিপট্টি মোড় হয়ে সিরাজ উদ্দৌলাহ সড়ক হয়ে চন্দনপুরা মোড় হয়ে গনি বেকারীর সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আরো বলেন, ‘শুরু হওয়া এ আন্দোলন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত চলবে। আমরা চাই, সরকার পতনের আন্দোলন চট্টগ্রাম থেকেই শুরু হোক। জিয়াউর রহমান এ চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। খালেদা জিয়ার ডাকে তখন চট্টগ্রাম থেকেই এরশাদ সরকারের পতনের আন্দোলন শুরু হয়েছিল। এবারো চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। প্রধানমন্ত্রীকে বলব, অনেক হয়েছে, আর নয়। এবার নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙ্গে সমাধান করুন। না হয় জনতার রোষের মুখে দেশ ছেড়ে পালাতে হবে।’

এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক আখম জাহাঙ্গীর আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, মহানগর বিএনপি নেতা মো. আলী মিটু, শহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, সালাউদ্দিন কায়সার লাভু, শফিক আহমেদ, রফিক সর্দার, মো. মহসিন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চকবাজার ওয়ার্ড় বিএনপির সভাপতি মন্জুর আলম মন্জু, সাধারন সম্পাদক এমএ হালিম বাবলু, বাগমনিরাম ওয়ার্ড় বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজন ও সাধারণ সম্পাদক আবু ফয়েজ, এমরান উদ্দিন, হাসান উসমান, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, নগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, থানা বিএনপির সহ সভাপতি রমজু মিয়া, হাসান ওসমান লিটন, আবু হোসেন মেম্বার, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, আনিসুজ্জামান সায়মন, জহিরুল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনু, চকবাজার থানা যুবদলের আহবায়ক মো. সেলিম, সদস্য সচিব সারোয়ার আলম, মহিলাদলের আহবায়ক কানিজ ফাতেমা মিতা, সদস্য সচিব আলতাজ বেগম, ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন লিটন।