শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সরবরাহ সংকটে লোকসানের মুখে অ্যাপল-টেসলা

বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: চলমান সরবরাহ সমস্যার মাঝে যুক্তরাষ্টের ইলেকট্রনিক জায়ান্ট অ্যাপল ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা লোকসানের সম্মুখীন হয়েছে। চীনে প্রতিষ্ঠান দুইটির পণ্য উৎপাদনের ধীরগতি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে উভয় প্রতিষ্ঠানের শেয়ার দরের ব্যাপক পতন ঘটেছে। খবর বিবিসির।

চীনে করোনা ভাইরাসের কঠোর বিধিনিষেধ ও কয়েক সপ্তাহের লকডাউনের কারণে কোম্পানিগুলো দেশটিতে অবস্থিত তাদের কারখানায় উৎপাদন চালিয়ে যেতে রীতিমত যুদ্ধ করছে। তবে তিন বছরের কঠোর বিধিনিষেধের পর নরম হচ্ছে চীনা সরকার। ’জিরো কোভিড’ নীতি শিথিলের পথে হাঁটছে দেশটি।

বিদেশি নাগরিকদের চীনে প্রবেশের পর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনের যে বিধান ছিল, তা তুলে নিতে যাচ্ছে বেইজিং। আগামী ৮ জানুয়ারি থেকে যারা চীনে প্রবেশ করবেন, তাদের আর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে সোমবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন।

চীনের এ সিদ্ধান্তকে অনেক বিনিয়োগকারীই ইতিবাচক হিসেবে দেখছেন। এতে ২০২৩ সালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে উঠবে বলে ধারণা করছেন তারা। তবে এর মধ্যে আরেক সমস্যা দেখা দিয়েছে। দেশটিতে অবস্থিত প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত কর্মী সংকটের মুখোমুখি হচ্ছে।

দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের প্রধান অর্থনীতিবিদ সাইমন ব্যাপটিস্ট বলেন, ‘কারখানাগুলো কম করে হলেও চার থেকে ছয় সপ্তাহ শ্রমিক ঘাটতির মধ্য দিয়ে যাবে। কারণ, অর্থনৈতিক অঞ্চলগুলোর করোনা প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে। তা ছাড়া জানুয়ারির শেষ দিকে চন্দ্র নববর্ষ উপলক্ষে বেশির ভাগ অভিবাসীই ছুটিতে গ্রামের বাড়িতে ফিরে যাবেন।’

ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চীনে উৎপাদন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি। ফলে শিগগিরই অ্যাপল ও টেসলার মত প্রতিষ্ঠানের উৎপাদন স্বাভাবিক গতিতে ফিরছে না। এমন উদ্বেগের মধ্যে প্রতিষ্ঠান দুইটির স্টক রেকর্ড আকারে পড়ে গেছে।

অ্যাপলের শেয়ার ২০২১ সালের জুনের পর থেকে সর্বনিম্ন পয়েন্টে পৌঁছেছে। আর ২০২১ সালের নভেম্বরের তুলনায় টেসলার শেয়ার রেকর্ড ৭৩ শতাংশ কমে গেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) টেসলার শেয়ার দর ১১ দশমিক চার শতাংশ কমেছে।

টেসলা সাংহাইয়ে অবস্থিত কারখানায় জানুয়ারিতে তাদের উৎপাদনের পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনা করছে। এমন খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির গাড়ির চাহিদা কমা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ফের আইফোন সিটি নামে পরিচিত ঝাংঝো প্ল্যান্টে অস্থিরতার কারণে অ্যাপল সরবরাহকারী ফক্সকন উৎপাদন কম হওয়ার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘চলতি বছরের নভেম্বরে ২০২১ সালের একই সময়ের তুলনায় ১১ শতাংশ উৎপাদন কমে গেছে।’