শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সহায়তা আটকে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে দাওয়াত পেলেন জেলেনস্কি

সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

প্রিন্ট করুন
ভলোদিমির জেলেনস্কি

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১১ ডিসেম্বর) ওয়াশিংটনে পৌঁছাবেন তিনি। যুক্তরাষ্ট্রেরন আইনপ্রণেতাদের অনাস্থার মুখে ইউক্রেনে সহায়তা আটকে যাওয়ার কয়েক দিনের মধ্যেই দুই নেতার সম্ভাব্য সাক্ষাতের খবরটি এল। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (১০ ডিসেম্বর) বিবৃতিতে হোয়াইট হাউজ জেলেনস্কির সফরের ব্যাপারটি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, ‘মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাইডেনের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য হল রাশিয়ার নৃশংস আক্রমণ থেকে কিয়েভের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সমর্থন অর্জন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, ওই সময় নেতারা ইউক্রেনের জরুরি প্রয়োজন ও সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।’

গেল সপ্তাহে রিপাবলিকান সিনেটররা ইউক্রেন ও ইসরায়েলের জন্য জরুরি সহায়তার দশ হাজার ৬০০ কোটি ডলারের বিল আটকে দেয়। এর আগে গেল সেপ্টেম্বরে ওভাল অফিসে জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন বাইডেন। পরের মাসে কংগ্রেসকে দশ হাজার ৬০০ কোটি ডলারের সম্পূরক তহবিল বিল অনুমোদন করতে বলেছিল হোয়াইট হাউজ।

রোববার (১০ ডিসেম্বর) জেলেনস্কির কার্যালয় থেকে টেলিগ্রামে বলা হয়, ‘জেলেনস্কি সোমবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটন যাবেন। এ সফরে বিভিন্ন প্লাটফর্মে তিনি বৈঠক করবেন।’

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ক্যাপিটলে যুক্তরাষ্ট্রের সিনেটরদের সামনে ভাষণ দেয়ার জন্য জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সাথে বৈঠকে যোগ দেবেন।

নিউইয়র্কের সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারের জানান, গেল সপ্তাহে ভিডিওর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিনেটরদের সাথে আলাপের কথা ছিল জেলেনস্কির। কিন্তু, পরে তা বাতিল করা হয়।’

কংগ্রেস এর আগে ইউক্রেনের জন্য ১১ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ করেছিল। গেল সপ্তাহে হাউজ ও সিনেট নেতাদের কাছে পাঠানো চিঠিতে হোয়াইট হাউজ জানায়, শিগগিরই ইউক্রেনে অস্ত্র ও সহায়তা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তহবিল শেষ হয়ে যাবে।

এ দিকে, ইউক্রেন ও ইসরায়েলে সহায়তা বিল আটকে গেলেও কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি বিধি অনুসারে ইসরায়েলে বিপুলসংখ্যক গোলা পাঠাচ্ছে ওয়াশিংটন।