বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

সাবওয়ে স্টেশনে দুর্বৃত্তের ধাক্কায় আহত যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জিল্লুর রহমান

শনিবার, জুলাই ১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু।

বুধবার (২৮ জুন) রাতে বাসায় ফেরার পথে ট্রেন থেকে নামার সময় গ্র্যান্ড এভিনিউ সাবওয়ে স্টেশনে এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত তাকে ধাক্কা দিলে তিনি সাবওয়ের প্লাটফর্মে পড়ে গিয়ে মাথায় ও ডান হাতে প্রচন্ড আঘাত পান। তিনি তাৎক্ষণিক ৯১১ কল করার পর তাকে সাবওয়ে স্টেশন হতে অ্যাম্বুলেন্সে করে এলমাস্র্ট হাসপাতালে নেয়া হয়। তার ডান হাত ভেঙ্গে গেছে। হাসপাতালে এক দিন চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়েছে। আগামী ছয় সপ্তাহ তাকে বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা সেবা নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন ডাক্তার। তার হাতের ব্যান্ডেজ ছয় সপ্তাহ পর খোলা হবে বলে আশা করা যাচ্ছে।

আসামীকে এখনো ধরতে পারেনি পুলিশ। সংবাদ মাধ্যমে আসামীর ছবি প্রকাশ করে ধরিয়ে দেয়ার জন্য পুলিশকে সহায়তা করতে অনুরোধ জানানো হয়েছে।

জিল্লুর রহমান জিল্লুর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার আত্মীয়রা।