সোমবার, ১৯ মে ২০২৫

শিরোনাম

সাম্য হত্যার মোটিভ উদঘাটনের দাবিতে যুক্তরাষ্ট্র ছাত্রদলের বিক্ষোভ

রবিবার, মে ১৮, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার মোটিভ উদঘাটনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাত্রদল।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এ দাবি জানানো হয়

সুমন খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে বহু রক্তপাতের পর ৮ আগস্টে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের কাছে আপামার জনতার প্রত্যাশা ছিল রাজনৈতিক হত্যার অবসান ঘটবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু সাড়ে ৮ মাসেও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। জনজীবনের নিরাপত্তা আসেনি।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে যুবদলের সাবেক নেতা এমএ বাতিন বলেন, ‘শেখ হাসিনার বিদায়ের পর আমরা সকলে আশা করেছিলাম, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তারা উপহার দিতে সক্ষম হবেন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজ সকলের মধ্যেই সন্দেহের উদ্রেক ঘটেছে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কর্মকান্ডে। তবুও যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে আমরা আবারো আহ্বান জানাচ্ছি, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া বিরাজমান সংকট আর সমস্যার সমাধান সম্ভব হবে না।’

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতাও আজ প্রশ্নবিদ্ধ। তাই তো সাম্যের মত শান্তিকামী ছাত্রনেতারা আক্রান্ত হচ্ছেন।

যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি অভিযোগ করেন, বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন, ছাত্রদলের তেমন নেতাদের হত্যা করা হচ্ছে। ছাত্র শিবির হচ্ছে ছাত্রদলের অরেক পুরনো শত্রু। ওরা আমাদের বহু ছাত্রনেতাকে হত্যা করেছে। ছাত্রলীগে ঢুকেছিল ওরা, সেই মিছিল থেকে গুলি করে ছাত্রদলের অনেক নেতা-কর্মীর প্রাণ কেড়ে নিয়েছে বিগত বছরগুলোর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সময়।’

সমাবেশে আরো বক্তব্য দেন জাসাসের আহ্বায়ক সায়েম রহমান, বিএনপি নেত্রী নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু।