বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সিটিকে কর্মজীবী নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী করার উদ্যোগ: এরিক অ‍্যাডামস্

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ‘এ সপ্তাহে নিউইয়র্ক সিটির কুইন্সের উইলেটস পয়েন্টে পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একইসাথে, সিটি কাউন্সিল এ সপ্তাহে ‘সিটি অব ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ প্রস্তাব নিয়ে ভোট দেবে।’

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সোমবার (২ ডিসেম্বর) কমিউনিটি অপ-এডে এ কথা জানিয়েছেন।

উইলেটস পয়েন্টে পুনর্গঠনের কাজটি সিটির গেল ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় একটি উদ‍্যোগ; যা ১০০ শতাংশ সাশ্রয়ী আবাসন প্রকল্প সরবরাহ করবে। পাশাপাশি, নতুন ও টেকসই অবকাঠামো, ২০ হাজার বর্গফুটের বেশি খুচরা স্থান, ২৫০-কক্ষের একটি হোটেল এবং নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবের জন্য প্রথম বিশেষায়িত স্টেডিয়াম তৈরি করবে।

অন‍্য দিকে, ‘সিটি অব ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি পাড়ায় আরো বেশি বাড়ি নির্মাণের সুযোগ তৈরি হবে। এর ফলে, সিটিতে নতুন সাশ্রয়ী আবাসন তৈরি হবে, যার মধ্যে প্রবীণ, পরিবার, তরুণ প্রজন্ম, গৃহহীন মানুষ ও প্রতিবেশীদের জন্য আবাসন অন্তর্ভুক্ত থাকবে। এটি সেই দীর্ঘ স্থায়ী আবাসন সংকট মোকাবিলা করতে সহায়ক হবে, যা বহু নিউইয়র্কারের জীবনযাপনকে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল করে তুলেছে।

এরিক অ‍্যাডামস্ বলেন, ‘আমরা ইতোমধ‍্যে এমন বাড়িগুরো তৈরি করেছি, যা কর্মজীবী মানুষ, পরিবার, অভিবাসী ও তরুণদের জন্য প্রয়োজন। পরপর রেকর্ড-বছরে আমরা প্রায় ২৯ হাজারটি সাশ্রয়ী ও জনসাধারণের জন্য বাসস্থান ইউনিট নির্মাণ করেছি। এ বছর আমরা শ্রম সংগঠনের অংশীদারদের সঙ্গে দুইটি ঐতিহাসিক চুক্তি সই করেছি, যা আমাদের আরো দ্রুত ও বেশি নির্মাণ করতে সহায়তা করেছে। এ চুক্তিগুলো নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির বাসিন্দা বা নিম্ন-আয়ের এলাকা থেকে আসা নিউইয়র্কারদের জন্য ভাল বেতনের কর্মজীবন ও শিক্ষানবিশ সুযোগ তৈরি করেছে।’

অ‍্যাডামস্ প্রশাসন দায়িত্বের প্রথম দিন থেকেই শ্রমজীবী নিউইয়র্কারদের জন্য নিউইয়র্ক সিটিকে আরো সাশ্রয়ী করে তুলতে কাজ করে যাচ্ছে।

অ‍্যাডামস্ বলেন, ‘নিউইয়র্ক সিটির শ্রমজীবী মানুষই আমাদের শহরের মেরুদণ্ড; তারা আমাদের সিটিকে নিরাপদ, স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন রাখে ও বিশ্বের সেরা শহরটিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। এ নিবেদিতপ্রাণ কর্মীরা তাদের নিজেদের, তাদের সন্তান ও পরিবারের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ পাওয়ার যোগ্য। এর মধ্যে রয়েছে ভাল বেতনের চাকরি, সাশ্রয়ী বাসস্থান ও তাদের সন্তানদের জন্য বিশ্ব মানের শিক্ষা নিশ্চিত করা। আমরা এটি অর্জন করেছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যা নিউইয়র্কারদের জন্য ৩০ বিলিয়ন ডলারের বেশি সঞ্চয় করেছে। এর মধ্যে রয়েছে ‘আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট,’ যা পরিবারগুলো ও শ্রমজীবী মানুষের জন্য অতিরিক্ত অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি করে, যাতে তারা মুদি খরচ, বিল ও ভাড়ার জন্য সহজে অর্থ দিতে পারে। আমরা বিগ অ্যাপল কানেক্ট প্রোগ্রামের মাধ্যমে পাবলিক হাউজিংয়ের বাসিন্দাদের বিনামূল্যে হাই-স্পিড ইন্টারনেট এবং বেসিক টিভি পরিষেবা দিয়েছি এবং পাঁচ লাখ নিউইয়র্কারের জন্য চিকিৎসা ঋণ মওকুফ করার পথে এগিয়ে চলেছি, যা তাদের প্রায় এক দশমিক আট বিলিয়ন ডলার সঞ্চয় করতে সহায়ক হবে।’

এছাড়া, অ‍্যাডামস্ প্রশাসন ‘ফিউচাররেডি এনওয়াইসি’ প্রোগ্রামটি সম্প্রসারণ করেছে, যা পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের সার্টিফিকেটসহ কাজের অভিজ্ঞতা ও ভাল বেতনের ক্যারিয়ার গড়তে সুযোগ করে দিবে। এখন আরো ৩৬টি স্কুল এ প্রোগ্রামে যুক্ত হচ্ছে। যার ফলে, এটি সিটির পাঁচটি বরোর মোট ১৩৫টি স্কুল পর্যন্ত পৌঁছে যাবে। এর মাধ্যমে মোট ১৫ হাজার শিক্ষার্থী প্রযুক্তি, শিক্ষা, ব্যবসায়, অর্থনীতি ও স্বাস্থ্য সেবার মত ক্ষেত্রে বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

এরিক ‌‍অ‍্যাডামস্ বলেন, ‘আমি নিজে একজন সিঙ্গেল মায়ের সন্তান, যিনি আমাদের পরিবারকে সমর্থন দিতে একাধিক চাকরি করতেন। আমি জানি, অনেকেই এ ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। এটাই আমাকে অনুপ্রাণিত করে এবং আমি নিশ্চিত হতে চাই যে, পরিশ্রমী নিউইয়র্কাররা আমার মতই এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আমরা নিউইয়র্ক সিটিকে সবার জন্য সাশ্রয়ী রাখতে চাই, যাতে এ সিটিতে প্রত্যেক নিউইয়র্কার তাদের স্বপ্ন পূরণ করতে পারে।’