মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

সিটিজেন পুলিশের গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করলেন শাহ নেওয়াজ

রবিবার, নভেম্বর ৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সিটিজেন পুলিশের গ্র্যাজুয়েশন কোর্স আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। দেড় মাসের এ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরো আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র হস্তান্তর করা হয়েছে। গেল মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফ্লাশিং পুলিশ একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশি কমিউনিটি থেকে বিশিষ্ট ব্যবসায়ি লায়ন শাহ নেওয়াজ কোর্স সম্পন্ন করার পর তার সনদপত্র নেন।

সাপ্তাহিক আজকালের সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ বলেন, ‘বাংলাদেশি আমেরিকান হিসেবে সিটিজেন কোর্স বহু গুরুত্ব বহন করে। কোর্সে শেখানো হয় নিউইয়র্ক পুলিশের বিভিন্ন আইন, পুলিশিং পদ্ধতি, ব্যবহার ও প্রয়োগ নিয়ে বিভিন্ন তথ্য। এর মধ্য দিয়ে পুলিশিং সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করা সম্ভব।’

পুলিশ কর্মকর্তারা আশা করেন, একজন নাগরিক যদি পুলিশের আইনকানুন সম্পর্কে লেখাপড়া করে তা হলে পুলিশ বিভাগের কর্মকর্তারা সহযোগিতা পেয়ে থাকেন।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার থমাস জি ডনলনের হাত থেকে সার্টিফিকেট নেন শাহ নেওয়াজ। এ সময় ডেপুটি পুলিশ কমিশনার মার্কস স্টুয়ার্ডসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কোর্স সম্পন্ন করেছেন। বিশেষ করে জুইশ ও স্প্যানিশ কমিউনিটির মানুষ কোর্স সম্পন্ন করেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এনওয়াইপিডির কমিশনার, পাঁচ বরোর প্রধান, ডিটেকটিভ পুলিশের প্রধান, কমিউনিটি এফেয়ার্সের প্রধান উপস্থিত ছিলেন।

শাহ নেওয়াজ কমিউনিটি বোর্ড ১২’-এর বোর্ড মেম্বার, এনওয়াইপিডির ১১৫ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের সদস্য।

কমিউনিটির সেবামূলক কাজ করার মধ্য দিয়ে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্যতা গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় সিটিজেন পুলিশের সদস্য হয়ে কমিউনিটির আরো সেবা করার জন্য সিটিজেন পুলিশের সদস্য হয়েছেন বলে জানান শাহ নেওয়াজ।