বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শিরোনাম

সিটিলাইন ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

প্রিন্ট করুন

নিউইর্য়ক: নিউইর্য়র্কে সিটিলাইন ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের (কোবা) উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রজনীগন্ধা পার্টি হলে মঙ্গলবার (২৫ মার্চ) সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট রোটারিয়ান আবদূন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রুকলেন ডিস্ট্রিক্ট ৩৭’-এর কাউন্সিল উইমেন সেন্ডি নার্স। বিশেষ অতিথি ছিলেন ওজনপার্ক ব্লক এসোসিয়েশনের সভাপতি সাম এসপাসিতো, ব্রুকলেন চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি মিগুয়েল ফিলাসিনো, এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা তিওয়ারি, এএসএম মাইনউদ্দিন পিন্টু, ক‍্যাশিয়ার হাবিবুর রহমান, ব্যবসায়ী আব্দুল ওয়াহ্হাব, শিল্পপতি মির্জা নায়ার বেগ, বেগডেইজের ডাইরেক্টর হার্ব টিএম তালহা, ব‍্যবসায়ী মোশাররফ হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সদস্য বদরুল ইসলাম।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে মোনা নিউইয়র্কের সভাপতি মাওলানা আবু উবায়দার মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সেন্ডি নার্স বলেন, ‘সিটিলাইন ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের অগ্রযাত্রার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এলাকার উন্নয়নে শিগগিরই হাউজিংয়ের নির্মাণ কাজ শুরু হবে, পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি কমিউনিটির উন্নয়নের জন্য ব্যবসায়ীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের নামাজ পরবর্তী বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। পরবর্তী সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দুই রাকাত ওয়াজির নামাজের পর খুতবা দেন ইমাম, এরপর হয় মোনাজাত। মোনাজাতে গুনাহ মাফের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। মুসল্লিরা অনেকেই চোখের জলে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। বর্তমান সরকারের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। মসজিদ চত্বরে মুসল্লিদের সেলফিতে মেতে উঠতে দেখা যায়। সারাদেশে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।