নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: সিটি প্ল্যানিং কমিশন গেল সপ্তাহে অসংখ্য নিউইয়র্কবাসীর কথা শুনে ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ প্রস্তাবে সম্মতি দিয়েছে- যা সিটির জোনিং কোডের ইতিহাসে সবচেয়ে প্রো-হাউজিং পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রস্তাবে নিউইয়র্কবাসীদের কাছ থেকেও ব্যাপক সমর্থন মিলেছে। সাশ্রয়ী দামের বাসস্থানের জন্য নিউইয়র্কবাসীর আর অপেক্ষা করার সুযোগ নেই। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস্ কাউন্সিল সদস্যদের এ প্রস্তাবকে সমর্থন জানিয়ে নিউইয়র্কবাসীকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।
দায়িত্ব নেয়ার শুরু থেকেই সাশ্রয়ী দামের আবাসনকে অগ্রাধিকারে দিয়ে আসছে অ্যাডামস্ প্রশাসন। এক দশমিক চার শতাংশ শূন্যস্থান হার ও উচ্চ ভাড়ার কারণে প্রতিনিয়ত পরিবারগুলো সিটি থেকে উচ্ছেদ হচ্ছে। বর্তমান দশ বছরের পরিকল্পনায় ২৬ বিলিয়ন ডলারের আবাসন মূলধনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে প্রশাসন।
এরিক অ্যাডামস্ মনে করেন, নিউইয়র্কবাসীর প্রাপ্য ও প্রয়োজন রয়েছে- এমন সাশ্রয়ী দামের আবাসন প্রদানে সরকারের প্রতিটি স্তরের ভূমিকা রয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) কমিউনিটি অপ-এডে অ্যাডামস্ বলেন, ‘এখন যেহেতু রাষ্ট্র ও আমাদের প্রশাসন এ প্রজন্মের সমস্যা সমাধানের জন্য একত্রিত হয়েছে, এবার সিটি কাউন্সিলের পালা। সাশ্রয়ী দামের আবাসন আমাদের শ্রমজীবী মানুষ, বয়স্ক ও তরুণদের এ শহরে স্বাচ্ছন্দে বসবাস করতে দিবে। এটি করার ক্ষেত্রে তাদের প্রথম পদক্ষেপ হল আবাসন প্রস্তাব গ্রহণ করা।’
এরিক অ্যাডামস্ বলেন, ‘আমরা যখন প্রস্তাবে ‘হ্যাঁ’ বলি, তখন আমরা সিটির চারপাশে নিউইয়র্কবাসীর কাছ থেকে সমর্থন পাচ্ছি। এ বর্তমান সংকটের জন্য বৃহৎ ধারণা ও সমাধান উপস্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে আবাসন আইনজীবী থেকে শুরু করে শ্রমজীবী এবং নিউইয়র্কবাসী, যারা গৃহহীন পর্যায়ে ছিলেন, বিস্তৃত মানুষের দ্বারা স্বীকৃত। এছাড়া, ব্রঙ্কস বরোর প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট আন্তোনিও রেইনোসো, ম্যানহাটন বরোর প্রেসিডেন্ট মার্ক লেভিন এবং কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস এ ধারণাটিকে অনুকূলভাবে সুপারিশ করেছেন।’
সংখ্যাগুলো দেখায় যে, এ ধারণাটির ব্যাপক সমর্থন রয়েছে। সাম্প্রতিক সমীক্ষা অনুসারে, ৭২ শতাংশ মানুষ এর ন্যায্যতা শুনে ‘সিটি অফ ইয়েস’কে সমর্থন করেছে৷ সিটি অফ ইয়েসের বিশদ বিবরণ জানার পরে, নিউইয়র্কের অনেকেই এ ধারণাটিকে ‘হ্যাঁ’ বলে সম্মতি দিয়েছেন।
অ্যাডামস্ বলেন, ‘তাই, নিউ ইয়র্কবাসীর জন্য উপাসনালয় থেকে শুরু করে কর্মক্ষেত্র এমনকি আপনি যেখানেই যান, সর্বত্র প্রস্তাবটি সম্পর্কে প্রচার করা গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করি যে, কাউন্সিলের প্রত্যেক সদস্য আমাদের ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপরচ্যুনিটি’ প্রস্তাবকে সমর্থন করে এ সুযোগটি কাজে লাগাবেন এবং একটি উন্নত ভবিষ্যত তৈরি করতে আমাদের সঙ্গে কাজ করবেন; যেখানে কর্মজীবী পরিবার, তরুণ, অভিবাসী ও প্রবীণ নাগরিকরা সকলেই আবাসন খরচ করতে পারবে। একসঙ্গে, আমরা এরমধ্যেই আবাসনের ক্ষেত্রে বহু কিছু অর্জন করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে, আমরা আরো বহু কিছু অর্জন করতে পারব।’
অ্যাডামস্ বলেন, ‘আমাদের শহরে প্রতিটি নতুন বাড়ি মানে আরো কর্মসংস্থান, কম ভাড়া, শক্তিশালী অর্থনীতি এবং নিউইয়র্কবাসীর জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ। এ হাউজিং সংকট থেকে বেরিয়ে আসতে একসাথে কাজ করা ও পরবর্তী প্রজন্মের নিউইয়র্কবাসীর জন্য সুযোগের দরজা খুলে দেয়ার প্রতীক্ষায় রয়েছি।’
সাশ্রয়ী দামের আবাসন নির্মাণের জন্য আলবেনিতে নতুন টুল সমর্থন করেছে প্রসাশনটি। সেইসঙ্গে আরো সাশ্রয়ী দামের আবাসনের জন্য ‘সিটি অফ ইয়েস ফর হাউজিং অপরচ্যুনিটির সঙ্গে অ্যাডামস্ প্রসাশন ২০৩২ সালের মধ্যে পাঁচ লাখ অতিরিক্ত বাড়ি তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।