বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: তিন মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩

প্রিন্ট করুন

সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন কদম রসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। বিস্ফোরণে মারা যাওয়া আব্দুল কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মামলাটি করেছেন।

সোমবার (৬ মার্চ) দিনগত রাতে মামলাটি করা হয়। এতে কারখানার তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। বাকি ১৩ জন আসামি ওই কারখানার বিভিন্ন পদের কর্মকর্তা। মামলার আসামিরা হলেন- সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন উদ্দিন (৫৫), পরিচালক পারভেজ হোসেন (৪৮), আশরাফ উদ্দিন বাপ্পি (৪২), ম্যানেজার আব্দুল আলীম (৪৫), প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার (৬২), প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম (৫০), সেলিম জাহান (৫৮), নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, এডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সামিউল, সুপারভাইজার ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীব।

চট্টগ্রাম জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন গণ মাধ্যমকে বলেন, ‘কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন উদ্দিন ও তার দুই ভাইসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণ মাধ্যমকে বলেন, ‘মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। মামলাটি তদন্ত করবেন থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ।’