মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

সীতাকুণ্ডে এসএন কর্পোরেশনের শিপইয়ার্ডে ভয়ানক বিস্ফোরণে পুড়ল ১২ শ্রমিক

শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন

সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় এসএন কর্পোরেশন নামে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

দগ্ধরা হলেন জাহাঙ্গীর (৪৮), আহমাদুল্লাহ (৩৮), কাসেম (৩৯), সাগর (২০), আলামিন (২৩), কারিমুল (২১), হাবিব (৩৬), বরকত (২৩), আনোয়ার (৫০), রফিকুল (৩০), রফিক (৩০) ও সাইফুল (৩০)।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিরা এলাকার এসএন করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

বিস্ফোরণের ব্যাপারটি নিশ্চিত করে কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে নিয়ে আসা অনেকে ৮০-৯০ শতাংশ দগ্ধ। এদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।’

এসএন কর্পোরেশনের ম্যানেজার (এডমিন) ওমর ফারুক বলেন, ‘একটি জাহাজ কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। আজ জাহাজটির ইঞ্জিন রুমে আচমকা একটি পাম্পের বিস্ফোরণ ঘটলে ১২ জন শ্রমিক আহত হন। আমরা পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনেই জাহাজ কাটার কাজ করি।’