সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রয়াত স্বপন কুমার চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড পৌরসভাধীন রেল গেইট সংলগ্ন ইপসার বীর মুক্তিযোদ্ধা ডা. এখলাছ উদ্দিন মিলনায়তনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মুমিনুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ। আলোচক ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, প্রয়াত স্বপন কুমার চক্রবর্তীর পুত্র হিরন্ময় চক্রবর্ত্তী।
বিদ্যালয়ের ২০০২ ব্যাচের শিক্ষার্থী দীপক ভৌমিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ২০০৮ ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত ভট্টাচার্য, ১৯৯৭ ব্যাচের সাইফুর রহমান শাকিল, ১৯৯২ ব্যাচের মেজবা উদ্দিন মিঠু, ১৯৮৪ ব্যাচের স্বপন নাথ, ১৯৭০ ব্যাচের মৃণাল ভট্টাচার্য।
সভায় আরো উপস্থিত ছিলেন ২০০২ ব্যাচের শিক্ষার্থী রবিন ঘোষ, ফজলে এলাহি পায়েল, রিপন দাশ রকি, আমজাদ হোসেন, সোমেন মন্ডল, রাশেদুনবী রাসেল, আরিফুল ইসলাম, রাজীব মল্লিক, ফাহাদ বিন মোস্তফা, মাহমুদ সোহাগ, সাইদুন নবী জনি, আবু জাফর সায়েম, রতন নাথ, পিথুন দে, রাজেশ ভট্টাচার্য, নয়ন চৌধুরী, রেজাউল করিম, নাজিম উদ্দীন, ২০০৭ ব্যাচেন তুষার চক্রবর্তী, ২০০৩ ব্যাচের সুজন ভট্টাচার্য, ২০০১ ব্যাচের মইন উদ্দীন রাজন, ২০০৯ ব্যাচের নয়ন দে।