শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

শিরোনাম

সেবানিকেতনে একুশ আয়োজন

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৫

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানিকেতন।

এতে সেবানিকেতনের প্রয়াত সংগঠকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম সিটির পাঁচলাইশস্থ সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপ মহাসচিব শাহীন চৌধুরী, সাংস্কৃতিক সচিব মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ হারুন, তানজিব হাকিম, ফরহাদ আবেদিন, মো. আলমগির।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শেখ বাহার উল্লাহ মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের।