বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কল্যাণে বইয়ের দুটা পাতা হলেও পড়বে মানুষ

সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: জনসাধারণের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে চট্টগ্রাম সিটির উত্তর পাঠানটুলী রোডে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রোডের নাজিরপুলের বড়ুয়াপাড়ায় ‘থ্রিআর জ্যাকসন কাটার শপ’ সেলুনে এর উদ্বোধন করেন বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান ও ব্যবসায়ী ওমর ফারুক। এ সময় সেলুনের স্বত্বাধিকারী জ্যাকসন শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

গণমাধ্যম কর্মী আশিক আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, নাট্যকর্মী রহিমা আক্তার প্রমা, শাহীন আলম, সৌরভ পাল, সাইফুল মজুমদার, মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে ওমর ফারুক বলেন, ‘এ ধরনের উদ্যোগের জন্য উদ্যোক্তাকে ধন্যবাদ জানাই আমরা। এ ধরনের চিন্তা-চেতনা ও মহৎ উদ্যোগ অকল্পনীয়। এর প্রচার হওয়া উচিত। এ উদ্যোগের ফলে বইয়ের দুটা পাতা হলেও পড়বে মানুষ।’

জ্যাকশন শীল বলেন, ‘সেলুনে তাক ও বই পেয়ে আমার অনেক ভাল লাগছে। ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’