শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

সোনার মূল্য ভরিতে কমল এক হাজার ২৮৩ টাকা

রবিবার, মে ২৬, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: সোনার মূল্য কমেছে দেশের বাজারে। সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ২৮৩ টাকা কমিয়ে নয়া মূল্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, ‘স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য কমায় নয়া মূল্য নির্ধারণ করা হয়েছে। রোববার (২৬ মে) থেকে নয়া মূল্য কার্যকর করা হবে।’

নয়া মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা এক হাজার ২৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৭ হাজার ১৭৭ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ২৩৬ টাকা কমিয়ে এক লাখ ১১ হাজার ৮৪৬, ১৮ ক্যারেটে এক হাজার ৬২ টাকা কমিয়ে ৯৫ হাজার ৮৬৬ ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৫ টাকা কমিয়ে ৭৯ হাজার ২৫৭।

সোনার মূল্য কমলেও অপরিবর্তিত আছে রুপার মূল্য। ২২ ক্যারেটের এক ভরি রুপা দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট দুই হাজার ছয়, ১৮ ক্যারেট এক হাজার ৭১৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপা এক হাজার ২৮৩।