শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

স্পেনে গোয়েন্দাদের ঘুষ দেয়ার চেষ্টা যুক্তরাষ্ট্রের দূতাবাসের, বহিষ্কার দুই

শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

প্রিন্ট করুন

স্পেন: স্পেনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তথ্য সংগ্রহের জন্য তারা স্প্যানিশ গোয়েন্দা কর্মকর্তাদের ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর আল জাজিরা ও রয়টার্সের।

গোপনীয়তার বিনিময়ে স্প্যানিশ গোয়েন্দা কর্মকর্তাদের ঘুষ দেয়ার চেষ্টা করার অভিযোগে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করেছে স্পেন।

যুক্তরাষ্ট্রের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস।

তবে, ঘটনাটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কোন ক্ষতি করবে না বলেও জানিয়েছেন তিনি।

রোবেলস সাংবাদিকদের বলেন, ‘স্পেন ও যুক্তরাষ্ট্র একে অপরের বন্ধু, মিত্র এবং অংশীদার। আমাদের ক্ষতি করতে পারে এমন সব সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি তা মোকাবিলাও করতে হয়। কিন্তু, কোনভাবেই এটি আমাদের সম্পর্ককে প্রভাবিত করবে না।’