শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

স্বদেশ আবৃত্তি সংগঠনের মা আবৃত্তি উৎসব ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

সোমবার, মে ২০, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: স্বদেশ আবৃত্তি সংগঠনের দশ বছরে পর্দাপণ উপলক্ষে বছরজুড়ে অনুষ্ঠানমালায় এবারের আয়োজন বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা আবৃত্তি উৎসব-২০২৪ ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঙ্গলবার (১৪ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি সংস্থা (এনজিও) মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক শিমুল মুস্তাফা।

রফিক আহামদ ও শিমুল মুস্তাফাকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উন্নয়ন সংস্থা ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) মালেক মুস্তাকিম, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, কবি, ঔপন্যাসিক ও গবেষক মজিদ মাহমুদ। স্বাগত বক্তৃতা করেন স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। সভাপতিত্ব করেন স্বদেশ আবৃত্তি সংগঠন উপদেষ্টা কামরুল হাসান বাদল। সঞ্চালনা করেন মৌসুমী সুলতানা ও নাসির আহমেদ।

অনুষ্ঠানে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, টিটো মুন্সী, দেওয়ান সাঈদুল হাসান, মাসকুর এ সাত্তার কল্লোল, মাসুম আজিজুল বাসার, তাপস মজুমদার, শ্রাবণী সুলতানা, ইমরান সাগর, অতনু করঞ্জাই, মেহেদী হাসান, লিটন কাদরী, মিলি চৌধুরী, মুজাহিদুল ইসলাম, রওশন শরীফ তানি, অঞ্চল চৌধুরী, মাঈনুল আজম চৌধুরী, আয়েশা হক শিমু , মো. মসরুর হোসেন, কান্তা আরিফিন, মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন, ইকবাল হোসেন জুয়েল, রওয়ার নাঈম, মাহতাব সোহেল, রেজাউল করিম রেজা, অনন্যা রেজওয়ানা।

দলীয় পরিবেশনায় ছিল স্বদেশ আবৃত্তি সংগঠন, বিশ্বতান, চারুতা সাংস্কৃতিক একাডেমি, সায়মা সঙ্গীত বিদ্যালয়, সঙ্গীতা নৃত্য একাডেমি। সার্বিক দলীয় পরিবেশনা ও সহযোগিতায় ছিলেন আব্দুল কাদের আরাফাত, মনিরা আক্তার রাখি, সেলিনা মোর্শেদ, সানজিদা চৌধুরী, কাজী সুহাদা বেগম, তাহা, সারা, জেবা, রোজা, ছুঁয়া, নিয়ন্তা ও আরিয়া।