চট্টগ্রাম: চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে আগামী রোববার ও সোমবার দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখা। তারা বলেছে, ‘দুই দিন প্রাইভেট প্র্যাকটিস করবে না তারা।’
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধন থেকে এ সিদ্ধান্ত ঘোষণা দেয়া হয়।
বিএমএ চট্টগ্রাম জেলা সভাপতি ডাক্তার মুজিবুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা প্রকাশ পরিষদ, চট্টগ্রাম প্রকাশ সমিতিসহ নয়টি সংগঠন অংশ নেয়।
‘বিএমএ’র নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বাড়ছে। চিকিৎসকরা তাদের কর্মস্থলে খুবই অনিরাপদ।’
দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
মুজিবুল হক বলেন, ‘হামলার বিচার পাওয়ার জন্য তারা পাঁচ দিন অপেক্ষা করেছেন। ‘কোন অগ্রগতি না হওয়ায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
এর পূর্বে, গেল ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত এক রোগীর চিকিৎসা দিতে দেরি হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হামলায় গুরুতর আহত হন চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রক্তিম দাস। পরে, ১৪ এপ্রিল ভুল চিকিৎসায় এক বছরের শিশুর মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনদের হামলায় রিয়াজ উদ্দিন শিবলু নামে আরেক চিকিৎসক আহত হন।