রবিবার, ১৯ মে ২০২৪

শিরোনাম

স্বৈরাচারের পতন নিশ্চিত করেই ছাত্রদল ঘরে ফিরবে

শুক্রবার, জুন ৯, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘গুম-খুন আর লুটপাটের দেশে আমরা বাস করতে চাই না। আমরা চাই, দেশের মানুষ নিরাপদে থাকবে, স্বাধীনভাবে কথা বলবে, নিজের ভোট দিনে দিবে। এ স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে।’

আগামী ১৪ জুন দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (৯ জুন) চট্টগ্রাম মহানগর ছাত্রদল কার্যালয়ে মত বিনিময় ও প্রস্তুতি সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অহিংস আন্দোলন সফল হবেই। ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে কোন আন্দোলনে ব্যর্থ হয়নি। দেশের যে কোন কঠিন পরিস্থিতিতে বিএনপি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশ বাঁচাতে, মানুষের অধিকার আদায়ে আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে আছে। যে কোন সময় সরকার ক্ষমতা ছেড়ে পালাবে। আমাদেরকে আরেকটু ধৈর্য্য ধরে আন্দোলন চালিয়ে যেতে হবে। চট্টগ্রাম থেকে আন্দোলন সংগ্রাম সফল হলেই পুরো বাংলাদেশ সফলতার এক ধাপ এগিয়ে যায়। তাই, চট্টগ্রাম মহানগর ছাত্রদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খলতা বজায় রেখে তারুণ্যের সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মাস্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, ইসমাইল হোসেন, মো. আনাছ, নুর নবী মহররম ও নুর জাফর নাঈম রাহুম, সদস্য শামসুদ্দিন শামসু, শাহরিয়ার আহমেদ, দেলোয়ার হোসেন শিশির, ইমরান হোসেন বাপ্পি।