হাটহাজারী, চট্টগ্রাম: হাটহাজারী ই-কমার্স ফোরামের উদ্যোগে কনক কমিউনিটি সেন্টারে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনের ঈদমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দেশে চাকরী প্রার্থীর তুলনায় চাকরি অপ্রতুল। তাই, উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তরুণদের । শিক্ষিত লোকজন চাকুরীর জন্য না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে রাষ্ট্র ও সমাজ লাভবান হবে। এতে করে বেকারত্বের হার ও কমে আসবে। নিজে স্বাবলম্বী হতে পারবে, এর জন্য সরকারের রয়েছে সহায়ক নানা কর্মসূচী। হাটহাজারী ই-কমার্স ফোরাম নারী উদ্যোক্তাদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।’
সমাপনী দিনে হেফ এর প্রতিষ্ঠাতা, তরুণ উদ্যোক্তা রঞ্জন বিবেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন আইসিএবির সাবেক সভাপতি পারভীন মাহমুদ, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী।
বর্তমানে হাটহাজারী ই-কমার্স ফোরামের সদস্য প্রায় ৩৭ হাজার। এর মধ্যে নারী উদ্যোক্তা প্রায় দেড় হাজার জন। উদ্যোক্তারা ৩০টি স্টলের মাধ্যমে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। এছাড়া, উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের উদ্যোক্তা হওয়ার গল্প শোনান নাহিদা আফসানা রিমি, এসএম ফয়সাল মাহমুদ, রেসমা আনোয়ার, নাফিদা সালতাফিম, আবদুল হক, সোনিয়া খান।
দর্শনার্থীদের প্রচুর উপস্থিতি ছিল ঈদ মেলায়।