ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আগামী শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে গাজায় হামাসের হাতে থাকা সব জিম্মির মুক্তি দেয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে সেদিনই ইসরাইল-হামাস যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ রয়টার্সের।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় ট্রাম্প হামাসের মুক্তি দেয়া ইসরাইলি জিম্মিদের অবস্থা দেখে এবং হামাসের নির্ধারিত আরও জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণায় হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘যত দূর আমার মনে হয়, যদি শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিকে ফিরিয়ে না দেয়া হয় তাহলে এটাই উপযুক্ত সময়। আমি বলব, এই যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাক।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চাই। আমরা তাদের সবাইকে ফিরে পেতে চাই।’
এ সময় ট্রাম্প আরও বলেন, ‘জর্ডান ও মিশর যদি গাজা থেকে স্থানান্তরিত ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে, তাহলে তিনি তাদের সাহায্য বন্ধ করে দিতে পারেন।’
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে দেখা করবেন বলেও জানান।
এর আগে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে নির্ধারিত ইসরাইলি জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দেয় হামাস।
১৫ মাসের বেশি সময় ধরে চলা গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের পর ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। এই চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মি বিনিময় করছে ইসরাইল ও হামাস।