শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

হারিকেন ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ১০০ ছাড়াল মৃত্য

মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

প্রিন্ট করুন

মিয়ামি, ফ্লোরিডা: ভয়ংকর হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সোমবার (১০ অক্টোবর) মৃতের সংখ্যা বেড়ে ১০০ জন ছাড়িয়ে গেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রে এ যাবতকালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম0। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

গত ২৬ সেপ্টেম্বর শক্তিশালী ক্যাটাগরি চার মাত্রার এ হারিকেন ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি, রেস্তোরাঁ ও ব্যবসায় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লোরিডা মেডিক্যাল এক্সামিনার কমিশনার তাদের সর্বশেষ প্রতিবেদনে রাজ্যজুড়ে এ ঘূর্ণিঝড় সম্পর্কিত মৃতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়ানোর কথা নিশ্চিত করে। এদের অধিকাংশ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা।

এর আগে রাজ্যের গভর্ণর নর্থ ক্যারোলিনায় আরো পাঁচজনের মৃত্যুর হয়েছে বলে জানান।

উপকূলে আঘাত হানার পর ইয়ান ফ্লোরিডার ওপর দিয়ে চলে যায়।

কর্মকর্তারা জানান, ইয়ানের আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া ফ্লোরিডার উপকূল অঞ্চলের পুনর্গঠনে তাদের কয়েক মাস সময় লাগতে পারে। এতে ফ্লোরিডার প্রায় পাঁচ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। ইয়ান ছিল এ শতকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর অন্যতম।