রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া, অবস্থা সঙ্কটজনক

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫

প্রিন্ট করুন

মুম্বাই, ভারত: হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭০ বছর বয়সি অভিনেতার অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানা গেছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোট পর্দা ও পরবর্তী বড় পর্দাতেও তার অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন।

১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে পড় পর্গদায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি।

কমেডি চরিত্রের অভিনেতা হিসাবে টিকুর ঝুলিতে রয়েছে ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’সহ আরও অনেক ছবি। এছাড়া, দীর্ঘ কেরিয়ারে ‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’র মতে হিট ছবিতেও দর্শকের মনে জায়গা করেছেন তিনি।

তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’।

২০২৪ সালে টিকুকে শেষ বার ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে পর্দায় দেখা গিয়েছিল। ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার প্রবীণ অভিনেতার। তার মেয়ে শিখা তালসানিয়াও ইতোমধ্যে অভিনয় জগতে পা রেখেছেন।