সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

হিপ-হপে নাচলেন কামালা হ্যারিস, হাসালেন সকলকে

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের একটি নাচের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা জন্ম দিয়েছে হাস্যরসের। এ ঘটনায় নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা, করছেন ব্যঙ্গ-বিদ্রুপ। খবর নিউইয়র্ক পোস্টের।

রোববার (১০ সেপ্টেম্বর) এক্স-এ (সাবেক টুইটার) কামালা হ্যারিসের ওই নাচের ভিডিও শেয়ার করেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।

২২ সেকেন্ডের ভিডিওটিতে, কামালা হ্যারিসকে ‘হিপ-হপ’ সুরের তালে নাচতে দেখা যায়। তবে, বিষয়টিকে ‘পুরোপুরি হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন নেটিজেনরা।

হিপ-হপের ৫০তম বার্ষিকী উদযাপনে সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে নাচেন কামালা হ্যারিস।

এ দিকে, ভাইরাল হওয়া ভিডিওটি এরইমধ্যে দেখেছেন ৪০ হাজারের বেশি মানুষ। মন্তব্যও করেছেন অনেকে।

এক্স-এ মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী কামালাকে সম্বোধন করেছেন ‘বুড়ো আন্টি’ বলে। অন্য একজন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাচকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন।

অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি (কামালা হ্যারিস) নিজের খারাপ নাচের ব্যাপারে সচেতন ছিলেন। কিন্তু, এখন তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী।’