ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: আগামী ১০ মার্চ ওয়াশিংটনে আলোচনার জন্য ইউরোপীয় ইইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সাথে সাক্ষাত করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস বৃহস্পতিবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, ‘এ সময় দুই নেতা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে তাদের ‘দৃঢ় সহযোগিতা’, জলবায়ু সংকট ও চীনের দেয়া বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে কথা বলবেন।’