মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

শিরোনাম

১৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা

শুক্রবার, জুন ৭, ২০২৪

প্রিন্ট করুন

রিয়াদ, সৌদি আরব: জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। বৃহস্পতিবার (৬ জুন) দেশটির সুপ্রিম কোর্ট বিবৃতিতে এ সিদ্ধান্ত দেন। সংবাদ গালফ নিউজের।

সংবাদে বলা হয়, ‘বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শুক্রবার (৭ জুন) এ মাসের প্রথম দিন। আর আগামী ১০ জিলহজ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।’

এ দিকে, ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে শনিবার (৮ জুন) শুরু হবে জিলহজ মাস। সে হিসেবে ১৭ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।

অন্য দিকে, বাংলাদেশে ঈদুল আজহা কবে হবে, তা জানা যাবে শুক্রবার (৭ জুন)। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার কবর পর্যালোচনা করতে শুক্রবার (৭ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।