ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সভায় বিজিএমইএ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকরাসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিজিএমইএ এর আসন্ন নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলোচনা এবং ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচন পরিচালনা করার জন্য একটি বোর্ড গঠন করা হয়। সভায় বিজিএমইএ একটি আপিল বোর্ডও গঠন করে।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বিটিএমএ এর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। সদস্যরা হলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইকাব) সভাপতি শমী কায়সার, ইকাবের সাবেক সভাপতি এএসএম নাঈম।
আপিল বোর্ডের চেয়ারম্যান হলেন এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান। সদস্যরা হলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল ও পরিচালক নিজামুদ্দিন রাজেশ।
নির্বাচনের অন্তত ৮০ দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন বোর্ড।
সরকারের বাণিজ্য সংগঠনের নিয়ম অনুযায়ী, বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৫ দিন আগে বিজিএমইএ নির্বাচন সম্পন্ন করতে হবে। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামি আগামী ১২ এপ্রিল শেষ হবে।
২০২৪-২০২৬ মেয়াদে নেতৃত্ব নির্বাচনের জন্য আগামী বছরের মার্চে বিজিএমইএ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।