শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

‘২০২৫’-এর শুরুতেই ১ হাজারেরও বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে: এরিক ‌‍অ‍্যাডামস্

বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

প্রিন্ট করুন

এইচবি রিতা: বছরের তৃতীয় মাস মার্চ। ইতোমধ‍্যেই নিউইয়র্ক পুলিশ ডিপার্টামেন্ট (এনওয়াইপিডি) রাস্তাঘাট থেকে ১ হাজারেরও বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এর ফলে ২০২৫ সালের প্রথম দুই মাসে গুলিবর্ষণের ঘটনা ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে।

সোমবার (১০ মার্চ) কমিউনিটি অপ:এড-এ নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ‍্যাডামস্ বলেন, ‘এগুলি উদ্ধার করে আমরা আমাদের প্রশাসনের সময়ে উদ্ধার করা মোট অবৈধ অস্ত্রের সংখ্যা ২০ হাজার ৭০০-এ পৌঁছেছি। অবৈধ আগ্নেয়াস্ত্র অপসারণ ও হত্যাকাণ্ড কমানো আমাদের শিশু, সম্প্রদায় ও ভবিষ্যত রক্ষার জন‍্য গুরুত্বপূর্ণ।’

শহরের সাবওয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনগুলোতে পুলিশ কর্মকর্তাদের উল্লেখযোগ্য নিয়োগের ফলে ট্রানজিট অপরাধে এই বছরের শুরু থেকে ২৭ দশমিক ৯ শতাংশ কমেছে। নিউ ইয়র্ক সিটির পাবলিক হাউজিং এলাকায় অপরাধের হারও এই বছরের শুরু থেকে ১২ দশমিক ৭ শতাংশ কমেছে।

মেয়র অ্যাডামস উল্লেখ করেছেন, এই উল্লেখযোগ্য ফলাফলগুলি অর্জিত হয়েছে জোন-ভিত্তিক পুলিশিংয়ের মাধ্যমে। অপরাধের উচ্চমাত্রা রয়েছে- এমন এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছিল এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম চালু হওয়া সাবওয়ে নিরাপত্তা পরিকল্পনার সম্প্রসারণ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এরিক অ‍্যাডামস্ বলেন, ‘আমরা উচ্চ-অপরাধপ্রবণ এলাকায় এবং আমাদের ট্রানজিট সিস্টেমজুড়ে এনওয়াইপিডির ফুট প্যাট্রোল চালিয়ে যাব। কিন্তু আমরা জানি, বন্দুক সহিংসতা বন্ধ করতে শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়; এর জন্য মনোযোগ ও বিনিয়োগ প্রয়োজন। আরও খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার খুলে আমরা নিশ্চিত করব তরুণরা যেন বন্দুক সহিংসতা থেকে দূরে নিরাপদ স্থানে খেলতে পারে। আমরা আমাদের স্কুল, রাস্তা ও সাবওয়ের নিরাপত্তায় বিনিয়োগ চালিয়ে যাব।’

তিনি জানান, এসব কাজের ফলে শহরটি পরপর তৃতীয় মাসে দ্বিগুণ সংখ্যায় সামগ্রিক অপরাধ কমেছে। যেখানে সাতটি প্রধান অপরাধ বিভাগের মধ্যে ছয়টিতে হ্রাস দেখা গেছে এবং তিন বছর আগে অ‍্যাডামস্ প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড যথাক্রমে ৪২ দশমিক ২ শতাংশ ও ২২ দশমিক ৭ শতাংশ কমেছে।

অ‍্যাডামস্ মনে করেন, শহরে নেবারহুড সেফটি টিম, পাবলিক সেফটি টিম ও কমিউনিটি রেসপন্স টিম নির্দিষ্ট এলাকায় মোতায়েনের ফলে নিউ ইয়র্কবাসী অপরাধের সংখ্যা কমতে দেখতে পাচ্ছেন।

তিনি বলেন, ‘তবে আমাদের প্রধান লক্ষ্য এখনো অপরিবর্তিত রয়েছে: নিউ ইয়র্কবাসীকে নিরাপদ রাখা এবং বন্দুক সহিংসতা ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা আরও বেশি অফিসার, আরও নিরাপত্তা এবং আরও ফলাফলের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। বন্দুক সহিংসতা নির্মূলে আমাদের অবিচল মনোযোগ এবং নিউ ইয়র্কের সাহসী পুরুষ ও নারীদের কঠোর পরিশ্রমের কারণে, নিউ ইয়র্ক সিটি আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে অব্যাহত রয়েছে। আমরা কাজ চালিয়ে যাব যতক্ষণ না এটি একটি পরিবারের জন্য সেরা স্থান হয়ে ওঠে।’